তারা হলো আশুলিয়ার ঘোষবাগ কোন্ডলবাগ এলাকার ধানমন্ডি রোটারি ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার (১৫) ও আফরোজা সিদ্দিকা হেনা (১৫)। তারা দুজনে বান্ধবী বলে জানা গেছে।
তাদের মধ্যে সাথী আক্তার ঘোষবাগ এলাকার ইদ্রিসের বাড়িতে বাবা মার সাথে ভাড়া থাকতো এছাড়া আফরোজা সিদ্দিকা হেনার পরিবার পাশেই কোন্ডলবাগ এলাকার হানিফের বাসায় ভাড়া থাকে।
এর আগে বুধবার তাদের লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে ধানমন্ডি রোটারি ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমারত হোসেন বলেন, বুধবার ওই দুই শিক্ষার্থী স্কুলে আসার জন্য বাড়ি থেকে বের হয়ে আর স্কুলে আসেনি। পরে বিকালে আশুলিয়া বাজারের আশুলিয়া ইটভাটা থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। আজ তাদের পরিচয় শনাক্ত করেন নিহতের বাবা মা।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।